জনগণের ভোটের মাধ্যমেই পুণরায় সরকার গঠন করবে আ'লীগ


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য রমেশ চন্দ্র সেন এম.পি বলেছেন আওয়ামী লীগ চায় একাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে সুষ্ঠু পরিবেশে অনুষ্ঠিত হোক। জনগণ নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। জনগণের ভোটের মাধ্যমেই পুণরায় আওয়ামী লীগ সরকার গঠন করবে বলে আশা করেন তিনি।
শনিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যের সময় তিনি এসব কথা বলেন।
রমেশ চন্দ্র সেন বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করবে। অংশগ্রহণের মধ্যে দিয়ে বিএনপি চেষ্টা করবে নির্বাচন বানচাল করার। এ জন্য আমরাদের দলীয় নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তাহলে জনগণকে সাথে নিয়ে আওয়ামী লীগ তা শক্তভাবে দমন করবে।
তিনি বলেন, বাংলাদেশে যে উন্নয়নের ধারা বইছে এটা শুধু আওয়ামী লীগ সরকারের জন্যই সম্ভব হয়েছে। সমগ্র বিশ্ব আজ অবাক হয়েছে বাংলাদেশের উন্নয়ন দেখে। এক সময় বিদেশিরাও বাংলাদেশকে নিয়ে কটুক্তি করত; কিন্তু এখন তারাই আমাদের দেশকে নিয়ে গর্ব করছে।
শুখানপুকুরী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুধীর শর্মার সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি অ্যাড. মকবুল হোসেন বাবু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অরুনাংশু দত্ত টিটো, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন, শুখানপুকুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা নজরুল কবির, শুখানপুকুরী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সামসুল আলম প্রমুখ।