বাসের চাকায় পিষ্ট হয়ে মোটর সাইকেল আরোহী নিহত


নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার পুটিমারী ইউনিয়নের ছাদুরার পুল বাজারের পূর্বে সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা মায়ের দোয়া নৈশ কোচের ধাক্কায় এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে।
সরেজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,রবিবার সকাল সাড়ে ৭টার দিকে নীলফামারী সদরের চড়াইখোলা ইউনিয়নের বসুনিয়া পাড়ার মতিয়ার রহমানের ছেলে আব্দুল মতিন (৪২) তার কর্মস্থলে যাচ্ছিল।
হঠাৎ করে ঢাকা থেকে আসা মায়ের দোয়া নৈশ কোচটি মোটর সাইকেল আরোহীকে দ্রুত ধাক্কা দিলে মোটর সাইকেল আরোহী গাড়ীর নিচে পড়ে যায় এবং গাড়ীর উপর দিয়ে নৈশ কোচটি চলে যায়।
দূর্ঘটনার শব্দ শুনে এলাকাবাসী দৌড় দিলেও ঘাতক কোচটিকে আটক করতে পারেনি এলাকাবাসী। পিষ্ট হয়ে যাওয়া আব্দুল মতিনকে ভ্যানে করে কিশোরগঞ্জ হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মফিজুল ইসলাম জানান,খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গেছে ফিরে আসলে ঘটনার বিষয় নিশ্চিত হওয়া যাবে।