বেনাপোলে অস্ত্র সহ আটক -১

বেনাপোল (যশোর)প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮ এএম, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮ | ৪৫৫

বেনাপোল পোর্ট থানার সাদিপুর বেলতলা মোড় থেকে সালাম নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাত ১ টার সময় তাকে আটক করে।

সালাম বেনাপোল পোর্ট থানার সাদিপুর গ্রামের মোহাম্মাদ আলীর ছেলে। ৪৯ বিজিবি বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আমজাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্তের সাদিপুর বেলতলায় অভিযান চালিয়ে সালামকে আটক করা হয় একটি ওয়ান শুটারগান সহ। সে একজন অস্ত্র ব্যবসায়ী।

আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় অস্ত্র আইনে মামলা দিয়ে হস্তান্তর করা হয়েছে ।