টাঙ্গাইল এসপি পার্কের বর্ষ পূর্তি উৎযাপন


টাঙ্গাইল এসপি পার্কের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী গতকাল বুধবার দুপুরে পালিত হয়েছে। টাঙ্গাইলের এসপি ও এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির আহবায়ক সঞ্জিত কুমার রায়ের সভাপতিত্বে এসপি পার্ক প্রাঙ্গনে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে বর্ষ পূর্তি উৎযাপন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা রেঞ্জের ডিআইজি নাবিলা জাফরিন, বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরমেয়র জামিলুর রহমান মিরন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট খোরশেদ আলম।
এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এএসপি শরিফুল হক, সেতু এনজিও সংস্থার নির্বাহী পরিচালক মির্জা শাহাদৎ হোসেন, এসপি পার্ক ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি হারুর-অর-রশিদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এস আকবর খান প্রমুখ।