টাঙ্গাইলে নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় টাঙ্গাইলে নিরাপদ সড়ক চাই (নিসচা) এর ২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে।
নিরাপদ সড়ক চাই জেলা শাখার উদ্যোগে সকালে শহরের শহীদ মিনার থেকে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাঙ্গাইল পৌরসভায় গিয়ে শেষ হয়। পরে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরসভা মিলনায়তনে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
নিরাপদ সড়ক চাই জেলা শাখার সভাপতি গোলাম কিবরিয়া বড় মনিরের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন সাধারণ সম্পাদক ঝান্ডা চাকলাদার, পৌরসভার কাউন্সিলর মো. আমিনুর রহমান আমিন, নিরাপদ সড়ক চাই সহ-সভাপতি ফিরোজ আহমেদ বাচ্চু, সেলিম তালুকদার, সাংবাদিক আহমেদুল হক রতন সিদ্দিকী, ব্র্যাকের ফিল্ড কোর্ডিনেটর মো. নজরুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।