ভোলায় নিখোঁজের দুই দিন পর জেলের লাশ উদ্ধার

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:১৬ এএম, সোমবার, ২৭ জুলাই ২০২০ | ৪৭৩

ভোলার চরফ্যাসনের বেতুয়া এলাকায় মেঘনা নদীর মাছ ধরতে গিয়ে মাটির চাইন নদীতে পড়ে জেলে জসিম উদ্দিন(৪০) নামের নিখোঁজ জেলের দুই দিন পর ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

রোববার(২৬জুলাই) বিকালে বেতুয়ালঞ্চ ঘাট সংলগ্ন এলাকা থেকে এই ভাসমান লাশ উদ্ধার করা হয়। নিহত জেলে আসলামপুর ইউনিয়নের আয়েশাবাগ গ্রামের মহসিন বেপারীর ছেলে।

স্থানীয়রা জানান, গত শুক্রবার মেঘনা নদীতে ঝাঁকিজালে মাছ ধরতে গিয়ে নদীর কূল থেকে ভেঙ্গেপড়া মাটির বিশাল স্তুপের নীচে চাপা পড়ে মেঘনায় নিখোঁজ হয় তিনি। তৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা করলেও ব্যর্থ হয়েছেন। আজ রোরবার বিকালে বেতুয়া লঞ্চঘাট সংলগ্ন এলাকায় ওই জেলের ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।  চরফ্যাসন ফায়ার স্টেশনের কর্মী ও পুলিশ সদস্যরা লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

চরফ্যাসন থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. সামসুল আরেফিন জানান, নিহত জেলের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।