কক্সবাজার-১এ ৮ জনের মনোনয়ন পত্র দাখিল

এম,জুনাইদ উদ্দিন
প্রকাশিত: ০৪:২৭ পিএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৫০৭
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে মনোনয়ন পেয়েছেন ৫ জন। এছাড়াও স্বতন্ত্র প্রার্থী রয়েছেন দুইজন।
 
এর মধ্যে দলীয়ভাবে মনোনয়ন পেয়ে বুধবার (২৮) নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কামাল হোসেন এবং সহকারি রিটার্নিং কর্মকর্তা চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার নূরুদ্দিন মোহাম্মদ শিবলী নোমানের কাছে ৮জন প্রার্থী স্ব স্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন।
 
দলীয় প্রতীকে মনোনয়ন জমা দেন ধানের শীষ নিয়ে বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, নৌকা প্রতীকে চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদ্য পদত্যাগকারী সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আলম, লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক বর্তমান সাংসদ আলহাজ্ব মৌলভী মোহাম্মদ ইলিয়াছ, হাতুড়ী প্রতীকে ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় নেতা হাজী বশিরুল আলম ও হারিকেন প্রতীকে ববি হাজ্জাজের নেতৃত্বাধীন জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে ফয়সাল চৌধুরী, হাত পাখা প্রতীকে ইসলামী শাসনতন্ত্রের আলী আজগর।
 
এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএমচর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা বদিউল আলম ও আওয়ামীলীগ প্রার্থী জাফর আলমের মেয়ে তানিয়া আফরিন জাফর। এদের মধ্যে ৭জন ২৮ নভেম্বর জমা দিলেও বিএনপির প্রার্থী এডভোকেট হাসিনা আহমেদ জমা দিয়েছেন ২৭নভেম্বর।
 
সরকার দলীয় নৌকা প্রতীকের মনোনয়ন জমাকালে উপস্থিত ছিলেন প্রার্থী ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, আওয়ামীলীগ নেতা নুরুল আবছার, জেলা আওয়ামীরীগের সদস্য আমিনুর রশিদ দুলাল, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও পৌরসভা আওয়ামীলীগের সভাপতি জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগ নেতা এডভোকেট শহিদুল্লাহ চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউপি চেয়ারম্যান শওকত ওসমান প্রমূখ