বর্ণাঢ্য আয়োজনে পঞ্চগড় মুক্ত দিবস পালন

আমিরুল ইসলাম, পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ০৪:১৯ পিএম, বৃহস্পতিবার, ২৯ নভেম্বর ২০১৮ | ৪৯৪
২৯ নভেম্বর পঞ্চগড় পাক হানাদারমুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের ঠিক ১৭ দিন পূর্বে মুক্তিযোদ্ধা ও মিত্র বাহিনীর প্রবল প্রতিরোধের মুখে বাংলাদেশের প্রথম এলাকা হিসেবে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয় পঞ্চগড়।
 
প্রতি বছরের ন্যায় আজ বৃহস্পতিবার (২৯ নভেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এ দিবসটি পালন করা হয়।
সকাল ১০ টায় পঞ্চগড় সার্কিট হাউজ সংলগ্ন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসক বেগম সাবিনা ইয়াসমিন এবং পুলিশ সুপার মোঃ গিয়াস উদ্দিন। 
 
মহান মুক্তিযুদ্ধে শহীদদের রূহের মাগফিরাত কামনায় সংক্ষিপ্ত মুনাজাতের পর এক বর্ণাঢ্য র‍্যালী বের হয় এবং শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পঞ্চগড় করতোয়া সেতু সংলগ্ন একাত্তরের বদ্ধভূমিতে গিয়ে শেষ হয়।
 
এতে অংশগ্রহণ করেন মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তান, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মচারী/কর্মকর্তা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।