১০ লক্ষাধিক টাকার মালামাল লুট

নাটোরে গার্মেন্টস দোকানে দূধর্ষ ডাকাতি,নৈশপ্রহরী আহত

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১৯ পিএম, বুধবার, ২৮ নভেম্বর ২০১৮ | ৪৪১

নাটোরের সিংড়া উপজেলার বোয়ালিয়া বাজারের ইতি ট্রেইলার্স এন্ড মা মরিয়ম গার্মেন্টসে দূর্ধষ ডাকাতি সংঘটিত হয়েছে। বুধবার ভোর রাতে বাজারের আব্দুর রহমান (৪০) নামে এক নৈশপ্রহরীকে কুপিয়ে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত এই ডাকাতি সংঘটিত করে। পরে ট্রাক যোগে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।

সিংড়া থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোর রাতে সিংড়া উপজেলার শুকাস ইউনিয়নের বোয়ালিয়া বাজারে ১০ থেকে ১২ জন দুর্বৃত্ত ট্রাক থামিয়ে ইতি ট্রেইলার্স এন্ড মা মরিয়ম গার্মেন্টসে ডাকাতির চেষ্টা করে।

এসময় বাজারের নৈশপ্রহরী আব্দুর রহমান বাঁধা দিলে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুত্ব আহত করে ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে নৈশপ্রহরী আব্দুর রহমান কে উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া পপুলার ক্লিনিকে ভর্তি করা হয়।

প্রতিষ্ঠানের স্বত্তাধিকারী মজিদুল ইসলাম বলেন, গভীর রাতে এই ডাকাতির ঘটনা ঘটে। জানা গেছে একটি ট্রাকে করে তার মালামাল বামিহাল এলাকার দিকে নিয়ে যায় ডাকাতরা। আর এই ঘটনায় তার প্রায় ১০ লক্ষাধিক টাকা মালামাল লুট করে নিয়েগেছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ বলেন, গভীর রাতে কে বা কাহারা এই ডাকাতির ঘটনা ঘটিয়েছে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম বলেন, ওই বাজারে তিনটি নৈশ্যপ্রহরী থাকে। কিন্তু তার মধ্যে মাত্র একজনকে কুপিয়ে আহত করে এই ধরণের ঘটনা ঘটিয়েছে। কিভাবে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত চলছে।

ফিরোজ আহমেদ/পিএইচ