পঞ্চগড়ের মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

আমিরুল ইসলাম
প্রকাশিত: ০৭:১৭ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪১২
পঞ্চগড়ের মাইক্রোবাসের ধাক্কায় রবিউল ইসলাম রুবেল (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার স্ত্রী মুন্নি আক্তার (২৫) ও ছেলে বায়েজিত (৬)। 
 
রোববার (২৫ নভেম্বর) দুপুরে তেঁতুলিয়া  উপজেলার আজিজনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল ওই উপজেলার শালবাহান ইউনিয়নের মহিগছ গ্রামের বারেক রহমানের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীরা জানায়, রুবেল তার স্ত্রী-সন্তান নিয়ে মোটরসাইকেলে করে শালবাহান যাচ্ছিলেন। পথে আজিজনগর বাইপাসে রাস্তা পার হওয়ার সময় পঞ্চগড়গামী একটি মাইক্রোবাস তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় তাদের উদ্ধার করে তেঁতুলিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।
 
তেঁতুলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) কমলাকান্ত  ঘটনার সত্যতা নিশ্চিত করেন।