ভাসানী বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত সেমিনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, সোমবার, ২৯ নভেম্বর ২০২১ | ৫৭৪

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগের উদ্যোগে সোমবার  ‘নতুনদের গবেষণা এবং গবেষণা প্রবন্ধ লেখার জন্য ধাপে ধাপে নির্দেশনা’শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। 

সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. এ আর এম সোলাইমান। বক্তব্য রাখেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মোঃ রেজাউল করিম, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আনোয়ার হোসেন ও বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনেশ্বর চন্দ্র সরকার।সভাপতিত্ব করেন পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান গৌরাঙ্গ কুমার পাল।

একটি গবেষণা যথাযথ প্রক্রিয়া অনুসরন করে সম্পন্ন করা এবং গবেষণালব্ধ ফলাফল কিভাবে বিশ্বস্বীকৃত জার্নালে প্রকাশের উপযোগী করা হয় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এক’ই সাথে গবেষণার মাধ্যমে কিভাবে বিশ্বের আর্থ-সামাজিক ও জনস্বাস্থ্যের উন্নয়ন সম্ভব সে বিষয়েও আলোকপাত করেন অতিথিরা।