টাঙ্গাইল-২ এ আ’লীগের চূড়ান্ত মনোনয়ন পেল ছোট মনি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:৫৮ পিএম, রোববার, ২৫ নভেম্বর ২০১৮ | ৪৯০

একাদশ জাতীয় সংষদ নির্বাচনে টাঙ্গাইল-২ (গোপালপুর-ভ’ঞাপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভির হাসান ছোট মনির। তিনি মহাজোটেরও প্রার্থী হিসেবেই নির্বাচন করবেন।

রোববার সকালে তিনি মনোনয়নে চিঠি হাতে পান বলে নিশ্চিত করেছেন।

তিনি সাংবাদিকদের বলেন, আমি মহান আল্লাহতালার কাছে শুকরিয়া আদায় করছি এবং দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী নির্বাচনে এই আসনে বিপুল ভোটে নৌকার জয়ের মধ্যে দিয়েই সরকারের উন্নয়ণ ধারাবাহিকতা বজায় রাখবো।