দলীয় মনোনয়ন পেতে উপজেলা চেয়ারম্যানের পদ ছাড়লেন ঠান্ডু!

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:১২ পিএম, শুক্রবার, ২৩ নভেম্বর ২০১৮ | ৪০৪

টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু।

বৃহস্পতিবার দলীয় প্রধান শেখ হাসিনার সাথে সাক্ষাত করে পদত্যাগ পত্রের একটি অনুলিপিও জমা দেন ও মনোনয়ন ভিক্ষা চান। ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর একান্ত অনুসারি ভূঞাপুর উপজেলা যুব লীগের আহবায়ক সরকার বাদল বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়াও উপজেলা চেয়ারম্যানের জন্য বরাদ্দকৃত গাড়িটিও জমা দিয়ে দিয়েছেন বলে চালক লিটন মিঞা জানিয়েছেন।

ভূঞাপুর উপজেলা যুব লীগের আহবায়ক সরকার বাদল জানান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে জনপ্রিয়তার শীর্ষে ছিলেন ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু। বেশ কয়েকদিন ধরেই এলাকায় ও বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনির মনোনয়ন প্রাপ্তির বিষয়টি প্রচার হতে থাকে। হতাশ হন মনোনয়ন প্রত্যাশী ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডু ও তার অনুসারীরা। আর এ হতাশা থেকেই দলীয় মনোনয়নের প্রত্যাশায় তিনি পদত্যাগ করেছেন।

ঝাওয়াইল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান রফিক তালুকদার জানান, ইউনুছ ইসলাম ঠান্ডু মনোনয়ন নাপেয়ে তানভীর হাসান ছোট মনিরের মনোনয়ন প্রাপ্তির খবরে ঝাওয়াইল ইউনিয়নের ধরিশয়া গ্রামের সাইফুল, জাহাঙ্গীর, মহির নামের তিন ব্যক্তি বেশ কয়েকবার জ্ঞান হারিয়েছেন। সাধারন নেতা-কর্মীরা এমন হতাশার কারনেই তিনি পদত্যাগ করেছেন।

পদত্যাগের বিষয়ে ইউনুছ ইসলাম তালুকদার ঠান্ডুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
গোপালপুর উপজেলা নির্বাহী অফিসার বিকাশ বিশ্বাস জানান, পদত্যাগের বিষয়ে আমি নিশ্চিত না। কাগজপত্র হাতে পেলে নিশ্চিত হতে পারবো।