নাটোরে পরিবার কল্যাণ সপ্তাহ এ্যাডভোকেসী সভা

নাটোর জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪৫ পিএম, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮ | ৪১৪

নাটোরে পরিবার কল্যাণ সপ্তাহের এ্যাডভোকেসী সভা ও প্রেস ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার নাটোর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে পরিবার পরিকল্পনা বিভাগ আয়োজিত এই সভায় জানানো হয় আগামী ২৪ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত ‘প্রাতিষ্ঠানিক ভেলিভারী বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্প পদ্ধতি নিশ্চিত করি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালিত হবে।

সেবা সপ্তাহে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারীগণ প্রসূতি এবং মা ও শিশুদের নিয়মিত সেবার পাশাপাশি অতিরিক্ত সেবা ও প্রচারণার কাজ করবেন।

আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোরের জেলা প্রশাসক মুহাম্মদ গোলামুর রহমান। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নাটোরের সিভিল সার্জন ডাঃ মোঃ আজিজুল ইসলাম, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক ডাঃ এস এম জাকির হোসেন ও মেডিকেল অফিসার ডাঃ মোঃ মাজেদুল ইসলাম।