আগাম প্রচারণার ব্যানার-বিলবোর্ড অপসারণের সময় বাড়লো

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০১:০৭ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ৪৭২

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আগাম প্রচারণার ব্যানার ফেস্টুনসহ বিভিন্ন বিলবোর্ড সরিয়ে ফেলার জন্য আরও তিন দিন সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার সকালে আগামী নির্বাচনে সহকারী রিটার্নিং অফিসারদের ব্রিফিং অনুষ্ঠানে এ কথা জানান ইসি সচিব।

আগের ঘোষণা অনুযায়ী বুধবার ছিল এসব সরিয়ে ফেলার শেষ দিন। তিনি বলেন: নির্বাচনের আগে থানা পর্যায়ের কোনো কর্মকর্তাদের বদলি না করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সকল প্রার্থীকে সমান সুযোগ দিয়ে স্থানীয় পর্যায়ের সব রাজনৈতিক নেতাদের সাথে সুসম্পর্ক বজায় রেখে সহকারি রিটার্নিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।

সুষ্ঠ নির্বাচনে পুরো জাতি সরকারি কর্মকর্তাদের নিরপেক্ষতার দিকে তাকিয়ে আছে বলেও জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার।