বদির পরিবর্তে স্ত্রী, রানার পরিবর্তে বাবা : কাদের


অবশেষে আওয়ামী লীগের মনোনয়ন থেকে বাদ পড়ছেন বিতর্কিত সংসদ সদস্য আব্দুর রহমান বদি ও আমানুর রহমান খান রানা।
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে বিতর্কিত সংসদ সদস্য আবদুর রহমান বদির পরিবর্তে এবার আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন তার প্রথম স্ত্রী শাহীন চৌধুরী। একইভাবে খুনের দায়ে কারাবন্দি টাঙ্গাইল-৩ আসনের সংসদ সদস্য আমানুর রহমান খান রানার পরিবর্তে তার বাবাকে মনোনয়ন দেয়া হচ্ছে।
মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাংবাদিকদের এ তথ্য জানান।
এবার যাদের মনোনয়ন দেয়া হবে তাদের অবশ্যই ভালো হতে হবে। কিন্তু এখন শোনা যাচ্ছে যারা আগে এমপি-মন্ত্রী ছিলেন তাদেরই আবার মনোনয়ন দেয়া হচ্ছে। এটা কেন- এ বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘মন্ত্রীরা খারাপ লোক। কোন মন্ত্রী খারাপ আমাকে বলেন? কীভাবে মেজার করব ওমুক খারাপ লোক। সেটা তো প্রমাণ হতে হবে।এরপরও যাদের নিয়ে কন্ট্রোভার্সি (বিতর্ক) আছে। আমি দুটি আসনের কথা বলতে পারি- একটা হচ্ছে কক্সবাজার সেটা উখিয়া-টেকনাফ, সেখানে আমাদের আবদুর রহমান বদিকে ড্রপ করে তার স্ত্রীকে দিয়েছি। বদিকে আমরা মনোনয়ন দেইনি।
‘আরেকটা হচ্ছে টাঙ্গাইলের (টাঙ্গাইল-৩) ঘাটাইলে মার্ডারের অভিযোগে এমপি (আমানুর রহমান রানা) কারাগারে। সেখানে জেলা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট রানার বাবা আতাউর রহমান খানকে মনোনয়ন দেয়া হয়েছে।’
সার্ভে রিপোর্ট অনুযায়ী জনপ্রিয়তার রেটিংয়ে অনেক বেশি ব্যবধানে রানা ও বদি এগিয়ে আছেন বলেও জানান ওবায়দুল কাদের।