গোপালপুরে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থাানে সেলাই প্রশিক্ষণ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৪:২০ পিএম, মঙ্গলবার, ২০ নভেম্বর ২০১৮ | ৪৯২

‘আমরাও উন্নয়নের ম‚ল ধারায় যুক্ত হতে চাই’ প্রতিপাদ্যে প্রতিবন্ধী ও হত দরিদ্রদের কর্মসংস্থাানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে টাঙ্গাইলের গোপালপুরে সেলাই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন-ঢাকা’র সহযোগিতায় উন্নত জীবনের সন্ধানে (উষা)’র বাস্তবায়নে সোমবার দুপুরে আলমনগর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রশিক্ষণের উদ্বোধন করেন স্থাানীয় ইউপি চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মোমেন।

উন্নত জীবনের সন্ধানে’র নির্বাহী পরিচালক মো. ইব্রাহীম খলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. শাহাদৎ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মুহাম্মদ সাইফুল ইসলাম, আনছার বিডিবি কর্মকর্তা মোজাফর আলী, সংস্থাার প্রকল্প কর্মকর্তা আসমাউল হুসনা (পলি), প্রোগ্রাম অর্গানাইজার হাবিবুর রহমান ও ইউপি সদস্য আ. কদ্দুস প্রম‚খ।

ছয় মাস ব্যাপী এ সেলাই প্রশিক্ষণে ১৭ জন প্রতিবন্ধী ও হত দরিদ্র অংশ গ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে সংস্থাার সৌজন্যে প্রতিজন প্রশিক্ষণার্থীকে বিনাম‚ল্যে একটি করে সেলাই মেশিন প্রদান করা হবে।