কালিহাতীতে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:৫৪ পিএম, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮ | ৬৩২

কালিহাতীতে টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মুছাম্মৎ শাহীনা আক্তারের সভাপতিত্বে উক্ত পরিচিতি ও মতবিনিয় সভা অনুষ্ঠিত হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, টাঙ্গাইলের নবাগত জেলা প্রশাসক শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোজহারুল ইসলাম তালুকদার, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, এফবিসিসি আই পরিচালক আবু নাসের, টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আনছার আলী বি.কম, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মজিদ তোতা, মহিলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা বেগম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মোল্লা, কালিহাতী পৌর মেয়র আলী আকবর, এলেঙ্গা পৌর মেয়র নূরে আলম সিদ্দিকী প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার।