দলীয় টিকিট পেতে লড়ছেন ১৩ জন, নিশ্চিত ২ প্রার্থী


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৭ মির্জাপুর নির্বাচনী এলাকা থেকে দলীয় টিকিট পেতে লড়ছেন আওয়ামীলীগ বিএনপি জাতীয় পার্টির ১৩ জন নেতা।
এরমধ্যে আওয়ামীলীগের ৬ জন বিএনপির ৫ জন এবং জাতীয় পার্টির ২ জন। দলের টিকিট পেতে প্রত্যেকেই জোর লবিং করছেন বলে সংশ্লিষ্ঠ সূত্রে জানা গেছে। ইতিমধ্যে এই আসনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এবং খেলাপত মজলিশ তাদের প্রার্থী নিশ্চিত করে রেখেছে বলে দলীয় সূত্রে জানা গেছে।
আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীরা হলেন বর্তমান এমপি উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. একাব্বর হোসেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহামুদ, জেলা আওয়ামীলীগ কার্যনির্বাহী কমিটির সদস্য ও টাঙ্গাইল চেম্বার অব কমার্সের সভাপতি খান আহমেদ শুভ, কেন্দ্রী উপ কমিটির সাবেক উপ সম্পাদক জেলা আওয়ামীলীগ নেতা মেজর (অব ) খন্দকার আব্দুল হাফিজ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জেলা আওয়ামীলীগ সদস্য সালমাসালাম উর্মী।
বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক মির্জাপুর উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি ও নাশকতা মামলায় সম্প্রতি কারাবন্দি হওয়া আবুল কালাম আজাদ সিদ্দিকী, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসীন হল ছাত্র সংসদের সাবেক জিএস সাঈদ সোহরাব, টাঙ্গাইল জেলা বিএনপি নেতা ও জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি ফিরোজ হায়দার খান, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও মির্জাপুর উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শিল্পপতি একে এম আজাদ স্বাধীন এবং জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদেক আহদে খান।
জাতীয় পার্টির মনোনয়ন ফরম কিনেছেন কেন্দ্রী কমিটির দুই ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির এবং নুরুল ইসলাম । মির্জাপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আশরাফ আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।
মনোনয়ন প্রত্যাশী এই ১৩ নেতা দীর্ঘদিন ধরে এলাকায় দলীয় ও ব্যক্তিগত প্রচারনার পাশাপাশি দলের টিকিট পেতে জোর লবিং করে যাচ্ছেন বলে জানা গেছে। এদের মধ্যে কে হাসবেন শেষ হাসি সেই দিকে তাকিয়ে আছেন এলাকার সাধারণ ভোটাররা।
এদিকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই আসনে তাদের দলীয় প্রার্থী নিশ্চিত করেছে টাঙ্গাইল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি গোলাম নওজব পাওয়ার চৌধুরী এবং খেলাপত মজলিশ তাদের প্রার্থী নিশ্চিত করেছে কেন্দ্রীয় নায়েবে আমীর সৈয়দ মাওলানা মাজিবর রহমানকে।