শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও'এর কার্যালয় উদ্বোধন


শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও'এর প্রধান কার্যালয় চকরিয়া উপজেলার ডুলাহাজারা বাজার ছিদ্দিক মার্কেটের দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন হয়।
১৬ নভেম্বর শুক্রবার বিকেলে ইএসডিও কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে প্রতিষ্ঠাতা গিয়াস উদ্দিন গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডুলাহাজারা ইউপি চেয়ারম্যান নুরুল আমিন ও প্রধান মেহমান ছিলেন ডুলাহাজারা কলেজের অধ্যক্ষ আলহাজ্জ্ব ফরিদ উদ্দিন চৌধুরী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আমির উদ্দিন বুলবুল, রুপান্তর সভাপতি বদিউল আলম, ডুলাহাজারা বাজার সভাপতি মফিজ উদ্দিন, ডুলাহাজারা সঃপ্রাঃ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ নুর উদ্দিন জাহেদ, মাষ্টার গিয়াস উদ্দিন ও গিয়াস উদ্দিন মাঝি।
ইএসডিও'এর কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিভিন্ন পেশাজীবি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইএসডিও সভাপতি গিয়াস উদ্দিন গাজী জানান, শিক্ষা ও সামাজিক উন্নয়ন সংস্থা ইএসডিও ঝরেপড়া শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে। বিভিন্ন এলাকায় পারিপার্শ্বিক কারণে অনেক মেধাবী শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে।
এ সংস্থা তার কারণগুলো খুঁজে বের করে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। ইতোমধ্যে উপজেলার বিভিন্ন এলাকায় পঁচিশ জনের অধিক শিক্ষার্থীদের সহায়তা দেওয়া হয়েছে। অপরদিকে সংস্থাটি জনস্বার্থে বিভিন্ন সামাজিক উন্নয়ন করে যাচ্ছে বলেও জানান তিনি।