ঠাকুরগাঁওয়ে ফেন্সিডিলের চালানসহ আটক ৩
 
												 
																			ঠাকুরগাঁওয়ে ডিবি পুলিশের চৌকষ অভিযানে ৩০০ বোতল ফেন্সিডিল সহ তিন মাদক কারবারি গ্রেফতার হয়েছে।
গতকাল শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে জেলার রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের চিকনী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
আটকৃত আসামীরা হলেন- হরিপুর থানাধীন মরাধার গ্রামের আ: করিমের ছেলে মোঃ আকমল (১৯), একই গ্রামের মো: মাইনুল হকের ছেলে মো: হাসেম আলী(২০) ও মৃত- সাজ্জাদ আলীর ছেলে মো: সাদেকুল ইসলাম।
ডিবি জানায়, মাদক বিরোধী অভিযানকালে গোপন সংবাদে খবর পেয়ে ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শামীমের নেতৃত্বে রাণীশংকৈল থানাধীন ধর্মগড় ইউনিয়নের চিকনী গ্রামে ওৎ পেতে থাকে ডিবি পুলিশের একটি টিম।
এসময় আকমল, হাসেম ও সাদেকুল নামীয় ৩ জন মাদক কারবারি বিপুল পরিমাণ ফেন্সিডিলের একটি চালান নিয়ে সে এলাকা অতিক্রমকালে তাদের আটক করা হয়।পরে তাদের কাছ থেকে তিনশ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশের ওসি মো: রফিকুল ইসলাম জানান, ফেন্সিডিলসহ আটকৃত আসামীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে রাণীশংকৈল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
 
                         
 
             
            