রক্তদান ও বাল্যবিবাহ সচেতনতা মূলক সাইকেল র‌্যালী

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০১:১৪ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ৪১৯

মানবতার জন্য জীবন শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে সেচ্ছায় রক্তদান ও বাল্যবিবাহ সচেতনতা মূলক সাইকেল র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ নভেম্বর) সকাল ১১টায় কেয়ার ফাউন্ডেশনের আয়োজনে ও টাঙ্গাইল ম্যাটস’র সহযোগিতায় উক্ত র‌্যালীটি উপজেলা পরিষদ চত্তর থেকে শুরু করে উপজেলার বিভিন্ন অঞ্চল প্রদক্ষিণ করে পূনরায় উপজেলা পরিষদ চত্তরে এসে শেষ হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) নাফিসা আক্তার, উপজেলা কৃষি কর্মকর্তা এ.এম শহিদুল ইসলাম, কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আল আমিন, প্রতিষ্ঠাতা(ইউ.এ) সুজন মাহমুদ, কেয়ার ফাউন্ডেশনের আহবায়ক নূর-আলম, সাংগঠনিক সম্পাদক রাইসুল ইসলাম, প্রচার সম্পাদক সাকিব প্রমূখ।