টাঙ্গাইল-২ বিএনপি’র মনোনয়ন কিনলেন দুই ভাই

বিএনপি’র মনোনয়ন সংগ্রহ করলেন মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ১২:৪৭ পিএম, বুধবার, ১৪ নভেম্বর ২০১৮ | ৪৫৩

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে বিএনপি’র মনোনয়ন কিনলেন দুই ভাই। এরা হলেন,মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী বিএনপি’র ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টু ও যুবদলের সাধারন সম্পাধক সুলতান সালাউদ্দিন টুকু।

সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল-২ আসনের পাশাপাশি টাঙ্গাইল-৫ আসন থেকেও মনোনয়ন কিনেছেন। মঙ্গলবার ১৩ নভেম্বর দুপুর আড়াইটায় পিন্টু ও টুকুর পক্ষে মনোনয়ন কিনেন তাদের ভাই টাঙ্গাইল জেলা বিএনপি’র সভাপতি শামছুল আলম তোফা এবং আব্দুস সালাম পিন্টুর দুই মেয়ে পূর্ণি ও ডা. সাফওয়াত সাবা।

২১ শে গ্রেনেষ্ট হামলা মমলা রায়ে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী হয়ে আব্দুস সালাম পিন্টু ও প্রায় দুইশো মামলার বোঝা মাথায় নিয়ে সুলতান সালাউদ্দিন টুকু কারাগারে আছেন।

এছাড়াও টাঙ্গাইল -১ (মধুপুর-ধনবাড়ি) আসনের পাশাপাশি টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনে ১২ নভেম্বর সোমবার মনোনয়ন কিনেছেন টাঙ্গাইল জেলা বিএনপি’র সাবেক ভারপ্রাপ্ত সভাপতি এবং কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী সদস্য বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ¦ ফকির মাহাবুব আলম স্বপন।

ফকির মাহাবুব আলম স্বপন বলেন, টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনটিতে দল আমাকে মনোনয়ন দিলে অবাধ ও সুষ্ঠ নির্বাচন হলে আমি নিশ্চিত বিজয়ী হবো।