ঠাকুরগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মরদেহ উদ্ধার

হাসেম আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশিত: ০৫:৪০ পিএম, মঙ্গলবার, ১৩ নভেম্বর ২০১৮ | ৪৮৯

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মোকসেদা (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। 

মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার শিমুলবাড়ি নাকফুল গ্রামে স্বামীর বাড়ির শয়ন কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন নিহতের স্বজনরা।

স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে সোমবার সন্ধ্যায় মোকসেদাকে মারপিট করে তার স্বামী আল-আমিন। সকালে ঘরে ঝুলন্ত মরদেহ দেখতে পায় স্বজনরা। পুলিশকে জানালে মরদেহ উদ্ধার করে। নিহত মোকসেদার মা জাহানারর অভিযোগ তার মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।  

পীরগঞ্জ থানার ওসি বজলুর রশিদ জানান, এটি হত্যা না আত্মহত্যা, তদন্ত চলছে।