বাংলাদেশ আওয়ামীলীগ হংকং শাখা
আবুল কালাম আজাদ লিটন পুণরায় সভাপতি নির্বাচিত


বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার সভাপতি পূণঃ নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ লিটন। ১১ নভেম্বর ২০১৮ হংকংস্থ বাংলাদেশ অ্যাসোসিয়েশান এর কার্যালয়ে অনুষ্ঠিত দ্বিবার্ষিক সম্মেলনের মাধ্যমে তিনি নির্বাচিত হন।
দুই পর্বের অনুষ্ঠানটির প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ আওয়ামী লীগ হংকং শাখার সভাপতি আবুল কালাম আজাদ লিটন । ফখরুল ইসলাম বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন ইফতেখার উদ্দিন ইফতী ,বলরাম সাহা, ফজলুল হক কিরণ, তারিকুল ইসলাম শহিদ,আলী মোহাম্মাদ ইউসুফ, আখতার হোসেন, মাসুদ কাদের, তাসমিনুল হক বিপু প্রমুখ।
দ্বিতীয় পর্বে সর্বম্মতিক্রমে ২০১৮-২০২০ কার্য বর্ষের জন্য আবুল কালাম আজাদ লিটনকে সভাপতি এবং শামসুজ্জোহা সালাহ উদ্দিনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
বাংলাদেশ আওয়ামীলীগ হংকং শাখার সভাপতি পদে আবুল কালাম আজাদ লিটন পূণঃ নির্বাচিত এবং শামসুজ্জোহা সালাহ উদ্দিন সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানিয়েছেন টাঙ্গাইল ৭ মির্জাপুর থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ মো. একাব্বর হোসেন এবং মির্জাপুর উপজেলা যুযলীগের আহবায়ক শামীম আল মামুন।
পিএইচপি/শামসুল ইসলাম সহিদ