ধনবাড়ীতে জমি বে-দখল,বাদীকে প্রাণনাশের হুমকি


টাঙ্গাইলের ধনবাড়ীতে অন্যের জমি বে-দখল ও বাদী কে প্রাণ নাশের হুমকি দেওয়ায় নিরাপত্তাহনিতায় ভূগছে বাদীর পরিবার বলে অভিযোগ উঠেছে।
জানাযায়, ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়নের মৃত মরতুজ আলীর ছেলে সোনা মিয়ার পৈত্রিক সম্পত্তি বে দখল করছে স্থানীয় প্রতিবেশী আব্দুল খালেক মওলানা বলে অভিযোগ উঠেছে। এব্যাপারে টাঙ্গাইল কোর্টে একটি মামলা হয়েছে।
মামলার বিবরণ ও স্থানীয় সূত্রে জানাযায়, বলিভদ্র গ্রামের মৃত মরতুজ আলীর ছেলে তার পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওয়া বলিভদ্র গ্রামের বাগুয়া মৌজার ১১ শতাংশ জমি ভোগদখল করে আসছিলো। পূর্ব শ্রুতার জের ধরে একই গ্রামের প্রতিবেশী মৃত ময়েজ মন্ডলের ছেলে আব্দুল খালেক মওলানা জোর পূর্বক সোনা মিয়ার জমি বে দখল করেছে।
জমির ভোগদখলকারী সোনা মিয়া জানান, আমার বাবার ক্রয়কৃত ১১ শতাংশ জমি আমি পৈত্রিক সূত্রে পেয়ে ১ থেকে দেড় লাখ টাকার মাটি কেটে গর্ত ভরাট করে বসতবাড়ী নির্মাণ করে গাছপালা লাগিয়েছিলাম । আমার প্রতিবেশী খালেক মওলানা জোরপূর্বক অন্যায়ভাবে কোর্টে মামলা থাকার পরে বিজ্ঞ কোর্ট ১৪৪ ধারা আইন জারি করলেও বিবাদী কোর্টের নিশেধআজ্ঞা অমান্য করিয়া জোরপূর্বক সন্ত্রাসী দলবল নিয়ে অতর্কিত হামালা চালিয়ে ঘর বাড়ী ভাংচুর করে জমিটি বে দখল করেছে।
আমি অসহায় অটোরিক্সা চালক খুব কষ্টে দিনপাত চালাই। আমি এখন ন্যায় বিচারের আশায় আইনের দ্বারে দ্বারে ঘুরছি। খালেক মওলানা গংরা আমাকে বিভিন্ন সময় নানা ভাবে ভয় ভীতি ও হুমকি দিয়া আসিতেছে যে কোন মূহুর্তে আমাকে মেরে লাশ গুম করে ফেলতে পারে ও আমার পরিবারের লোকজনের বড় ধরনের ক্ষতি করিতে পারে। এজন্য আমি মাননীয় ভূমি মন্ত্রী সহ মাননীয় জেলা প্রশাসক ও পুলিশ সুপার মহোদয়ের জোর হস্তক্ষেপ কামনা করছি।
বলিভদ ইউনিয়ন আওঢয়ামীলীগের সভাপতি জহির মাষ্টার ও ৫ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আজিজুল হক বাদশা মেম্বার, ৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কাদের ও এলাকার মাতাব্বর শুকুর মাহমুদ, জামাল সহ স্থানীয় এলাকাবাসী জানায়, আমরা এলাকাবাসী জানি সোনা মিয়ার বাবার কওলাকৃত নিজস্ব সম্পত্তি সোনা মিয়া অটো রিক্সা চালক মটি কেটে গর্ত ভরাট করে ঘরবাড়ী নির্মান ও গাছপালা লাগিয়ে ভোগ দখল করে আসছিল। খালেক মওলানা কিছু উশৃঙ্খংল লোকজন নিয়ে জোরপূর্বক সোনা মিয়ার ঘরবাড়ী ভাংচুর করে দিয়েছে। এবং কী জমিটি বেদখল করেছে।
আমরা এঘটনায় বারংবার সালিশি বৈঠক করে আপোষ মিমাংসা করার চেষ্টা করেছি বিবাদী খালেক মওলানা সালিশি আইন মান্য করে আবার কিছু ভাড়াটিয়া সন্ত্রাসী দলবল নিয়ে অন্যায় ভাবে সোনা মিয়ার ঘর ভেঙ্গে বেদখল করেছে। আমরা এঘটনার সুষ্ঠ তদন্ত সাপেক্ষে সোনা মিয়ার জমিটি যাতে ফেরত পায় ও দোষীদের বিচার দাবী করছি।
এব্যাপারে টাঙ্গাইলের অতিরিক্ত ম্যাজিস্টেস্ট্র আদালতে গত ২০ সেপ্টম্বর ১৮ তারিখে সোনা মিয়া বাদী হয়ে ৭ জন কে আসামী করে একটি মামলা দায়ের করেন।
আসামীরা হলেন- পাঁচ পটল গ্রামের মৃত ময়েজ মন্ডলের ছেলে আব্দুল খালেক মওলানা(৫০), খালেক মওলানার ছেলে আব্দুল মোশাইদ(২৬) ও আব্দুল মুশফিকুর (২০ ), খালেক মওলানার স্ত্রী লতিফা বেগম(৪৫),মৃত নূরুল ইসলামের স্ত্রী মাজেদা বেগম(৪৬),মৃত আব্দুল হামিদের ছেলে মোজাম্মেল মিয়া(৪৯), মোজাম্মেল মিয়ার ছেলে আশরাফ মিয়া(২৩)।
এব্যাপারে বিবাদী খালেক মওলানার সাথে কথা বলতে তার বাড়ীতে গেলে কাউকে পাওয়া যায়নি।