টাঙ্গাইল-৫ আসনের আওয়ামীলীগের মনোনয়ন সংগ্রহ করলেন ছানোয়ার হোসেন এমপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:১৯ পিএম, শনিবার, ১০ নভেম্বর ২০১৮ | ১৬৬৯

শুক্রবার (০৯ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বিক্রির প্রথম দিনে সভাপতির ধানমন্ডিস্থ’ কার্যালয় থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করলেন টাঙ্গাইল সদর-৫ আসনে টাঙ্গাইল জেলা আ.লীগের সহ-সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।

এসময় টাঙ্গাইল সদর উপজেলার বিভিন্ন স্তরের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র সংগ্রহের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ছানোয়ার হোসেন এমপি বলেন এই আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় টাঙ্গাইল সদর-৫ আসনের টাঙ্গাইল সদর উপজেলায় প্রতিটি ইউনিয়নে অভাবনীয় উন্নয়ন হয়েছে। প্রতিটি উন্নয়ন আজ দৃশ্যমান এবং সকলে কাছে প্রশংসিত হয়েছে।

এসময় উন্নয়ন চিত্র লক্ষ করা যায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, বিজ্ঞান ও তথ্যপ্রযুত্তি, সামাজিক নিরাপত্তা বেষ্টনী সহ বিভিন্ন খাতে। আমি আশা করি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল সদর-৫ আসনে নৌকা বিপুল ভোটে বিজয়ী হয়ে এই ধারাবাহিক সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে পারবো।

তিনি আরোও বলেন আমার রাজনীতির শেষ ঠিকানা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। টাঙ্গাইল সদর-৫ আসনে মানুষের কল্যাণে রাজনীতি করে আসছি। আমার সর্বোচ্চ দিয়ে আসনটি জুড়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গঠনে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি।

উল্লেখ্য, বৃহস্পতিবার (৮ নভেম্বর) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর।

নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর।

এবারের সংসদ নির্বাচনে মোট ভোটার ১০ কোটি ৪১ লাখ ৯০ হাজার ৪৮০, যা গত ৩১ জানুয়ারি হালনাগাদ করা ভোটারের থেকে ৪৮ হাজার ৯৯ জন বেশি। ফেব্রুয়ারি থেকে ১০ অক্টোবর- এই সময়ের মধ্যে নতুন ভোটার হয়েছেন প্রায় ৫০ হাজার।