শেখ হাসিনার প্রতিশ্রুতি ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালু

পারভেজ হাসান
প্রকাশিত: ০৯:১৯ পিএম, বৃহস্পতিবার, ৮ নভেম্বর ২০১৮ | ৯৩৭

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর মধ্য দিয়ে টাঙ্গাইল বাসীর স্বপ্ন পূরণ হলো । এরমধ্য দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেকটি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন।

বৃহস্পতিবার ৫ টা ৩৯ মিনিটে রেল মন্ত্রী মুজিবুল হক এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করেন। পরে রাত ৮টা ৩০মিনিটে টাঙ্গাইল ঘারিন্দা রেল স্টেশনে “টাঙ্গাইল কমিউটার” ট্রেনটি এসে পৌছায়। এসময় টাঙ্গাইলবাসী উৎফুল্ল জনতা স্টেশন এলাকাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে শ্লোগান দিতে থাকে।

এর আগে সংসদ সদস্য ছানোয়ার হোসেনের কাছ থেকে ট্রেনটি গ্রহণ করার জন্য বিকালে প্রায় ৪শত মোটর সাইকেল নিয়ে ছানোয়ার হোসেনের সমর্থক নেতাকর্মীরা ঘারিন্দা স্টেশনে পৌঁছায় এবং জয় বাংলা জয় বঙ্গবন্ধু শ্লোগান মেতে ওঠে।

রাত ৮টা ৩০মিনিটে টাঙ্গাইলবাসীর পক্ষে টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেনের কাছ থেকে ট্রেনটি গ্রহণ করেন জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম। অপরদিকে রেল স্টেশন চত্বরে “টাঙ্গাইল কমিউটার” ট্রেন সার্ভিস চালু করায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে টাঙ্গাইলবাসী।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল সদর-৫ আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। এসময় তিনি বলেন আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিশ্রুতিতে ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস আনুষ্ঠানিকভাবে চালু হল । বৃহস্পতিবার বিকেলে ৫টা ২০ মিনিটে রেলমন্ত্রী মজিবুল হক ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস শুভ উদ্বোধন করেছেন।

এর মধ্য দিয়ে দীর্ঘ প্রতিক্ষার পর টাঙ্গাইলবাসীর প্রত্যাশিত ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালুর স্বপ্ন পূরণ হল। এতে আমরা অত্যন্ত আনন্দিত। আমার টাঙ্গাইলবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানাই আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ।

জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম সভাপত্বিতে বক্তব্য রাখেন সাবেক যুগ্ম-সচিব আবু সাঈদ লুৎফুল্লাহ, রেল মন্ত্রনালয়ের জেডিজি অপারেশন মুরাদ হোসেন,খুলনা-মংলা প্রজেক্টের পিডি আফজাল হোসেন,পাকশীর ডিসিও আনোয়ার হোসেন,কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা বিষায়ক সম্পাদক মেহের নিগার তম্ময়, টাঙ্গাইল পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়,জেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহজান আনসারী,সাংগঠনিক সম্পাদক বাবু সুভাস চন্দ্র সাহা,বিজ্ঞান ও প্রযুক্তি বিষায়ক সম্পাদক তানভীর হাসান ছোট মনি, টাঙ্গাইল সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট খোরশেদ,বাস কোচ মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড় মনি, ঢাকা- টাঙ্গাইল সরাসরি ট্রেন বা¯ত্মবায়ন কমিটি সকল নেত্ববৃন্দ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শহর আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ রৌফ।

উল্লেখ্য, টাঙ্গাইলের ভুঞাপুরে এক সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু সেতুর্পূব পাড় হতে কমিউটার ট্রেন সার্ভিস চালুর ঘোষণা দেন। এরপর বিগত ২০১৪ সালে (২৩ অক্টোবর) রেলপথ মন্ত্রণালয়ে পরিদর্শনকালে প্রধানমন্ত্রী লেল পথ মন্ত্রণালয়কে ঢাকা- টাঙ্গাইল কমিউটার ট্রেন সার্ভিস চালু করার জন্য নির্দেশ প্রদান করেন। কিন্তু ট্রেন সার্ভিস চালু বিলম্ব হওয়ায় ঢাকা- টাঙ্গাইল সরাসরি ট্রেন বা¯ত্মবায়ন কমিটি বিভিন্ন সময়ে আন্দোলন করে আসছিল।