আচার দেওয়ার প্রলোভনে নাতনীকে ধর্ষনের চেষ্টা


বগুড়ার নন্দীগ্রামে প্রতিবেশী নাতনিকে আচার, চানাচুর ও নাড়– দেওয়ার প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে ধর্ষনের চেষ্টা করেছে লম্পট দাদা।
স্থানীয়রা জানান, গত রবিবার উপজেলার ১নং বুড়ইল ইউনিয়নের রিধইল গ্রামের বাছেদ ফকিরের ছেলে ভানচালক লম্পট আবু বক্কর (৪৫) ও একই গ্রামের আব্দুল করিমের মেয়ে খাদিজা খাতুন (৭) সম্পর্কে দাদা নাতনি। মেয়েটি প্রায়ই তার বাড়িতে যাওয়া আসা করতো।
সেই সুবাদে লম্পট আবু বক্কর রবিবার সকাল ১০ টায় বাড়িতে কেউ না থাকার সুযোগে তার প্রতিবেশী নাতনিকে আচার দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে ধর্ষনের চেষ্টা করে। এসময় শিশুটির চিতকারে আশে পাশের লোকজন এগিয়ে আসলে লম্পট দাদা আবু বক্কর পালিয়ে যায়।
এ ঘটনায় এলাকার কিছু প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য ১লাখ টাকায় দফারফা করে কিন্তু পরে ঘটনাটি জানাজানি হওয়ায় তা আর ধামাচাপা থাকেনি। ঘটনাটি জানাজানি হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানান, লম্পট আবু বক্করের স্বাভাব চরিত্র কখনোই ভালো ছিলো না। তার এমন কাজের জন্য তার কঠিন শাস্তি দাবি করছে তারা।
এবিষয়ে থানার ওসি নাসির উদ্দিন জানান, বিষয়টি শুনেছি অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।