গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন

মির্জাপুর প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১১ পিএম, শনিবার, ১৪ অক্টোবর ২০১৭ | ৪৬৬

টাঙ্গাইলের মির্জাপুরে গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট এর উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার বিকেলে উপজেলার আজগানা ইউনিয়নের চিতেশ্বরী সেবার মাঠে এ খেলার উদ্বোধন হয়।

মির্জাপুর উপজেলার আজগানা ইউনিয়ন পরিষদ (ইউপি) এই খেলার আয়োজন করে।

মির্জাপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ প্রধান অতিথি হিসেবে উপস্থি থেকে খেলার উদ্বোধন করেন।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সালমা সালাম উর্মি, আজগানা ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম সিকদার, মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আল আজাদ, শ্রমিকলীগ নেতা মিজু আহমেদ ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আজাহারুল ইসলাম প্রমুখ।

খেলায় মোট আটটি দল লীগ পর্যায় অংশগ্রহণ করবে বলে জানা গেছে। উদ্বোধণী দিনে লতীফপুর একাদশ গল্লী একাদশকে পরাজিত করে।