কালিহাতী থানার গোলঘর উদ্বোধন

শুভ্র মজুমদার, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৩০ পিএম, সোমবার, ৫ নভেম্বর ২০১৮ | ৪৫৮

টাঙ্গাইলের কালিহাতী থানা চত্ত¡রে সোমবার দুপুরে টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় এ গোলঘরটির উদ্বোধন করেন। কেন্দ্রিয় আ’লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ কমিটির সদস্য, কালিহাতী আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদের সদস্য ইঞ্জিনিয়ার লিয়াকত আলীর নিজস্ব অর্থায়নে এ গোলঘরটি নির্মাণ করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুছাম্মৎ শাহীনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) নাফিসা আক্তার, টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার আহাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার (কালিহাতী সার্কেল) মাসুদুর রহমান মনির, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মীর মোশারফ হোসেন, ওসি তদন্ত নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ওসি মোশাররফ হোসেন, মগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান প্রমূখ।

পরে থানা চত্ত্বরে কালিহাতী উপজেলার অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।