বেনাপোল সীমান্ত ১৪ নারী পুরুষ শিশু আটক


বেনাপোল আমড়াখালী চেকপোষ্ট বিজিবি সদস্যরা মঙ্গলবার দুপুরে বিআরটিসি বাস তল্লাশি করে পাসপোর্ট ভিসা ছাড়া ভারত থেকে বাংলাদেশে আসা ১৪ জন নারী পুরুষ কে আটক করেছে।
এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি। আটকৃতরা ভারতের জম্বু কাশ্মীরে শ্রী নগরে ৪থেকে ৫ বছর যাবৎ কাজ করে আসছিলো।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবাদে জানতে পারি ভারত থেকে কিছু লোক পাসপোর্ট ভিসা ছাড়া এসে বেনাপোল থেকে বিআরটিসি পরিবহন করে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে আমড়াখালী বিজিবি একটি টহল দল আমড়াখালী মেইন সড়কে অভিযান চালিয়ে ৯ জন পুরুষ, ৩ জন নারী ও ২শিশু কে আটক করা হয়।তাদের বাড়ি পিরোজপুর, বাগেরহাট ও বরিশাল জেলায়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা সোপর্দ করা হয়েছে।
এমএমআর/নাজমুল হোসেন