নাটোরে ৩৯৭ বোতাল ফেন্সিডিল সহ একজন আটক


নাটোরে কাভার্ড ভ্যান থেকে তিন বস্তা ফেন্সিডিল সহ হারুন আলী (৪৫) নামে একজনকে আটক করেছে র্যাব-৫ এর একটি দল।
সোমবার রাত ১১টার দিকে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকা থেকে ৩৯৭ বোতন ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। এ সময় ফেন্সিডিল বহনকারী আজমেরী কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।
আটককৃত হারুন আলী মাদারীপুরের শিবচর থানার ভান্ডারীকান্দি গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে।
র্যাব-৫ সিপিসি ২ এর কোম্পানী কমান্ডার এএসপি আজমল হোসেন ও এলাকাবাসী জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাটোর-রাজশাহী মহাসড়কের বনবেলঘড়িয়া বাইপাস এলাকার নাটোর মহিলা কলেজের সামনে চেক পোস্ট বসিয়ে গাড়ী তল্লাশী চালায় র্যাবের একটি টিম। এসময় চাঁপাইনবাবগঞ্জ হতে ঢাকাগামী আজমেরী কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যানে তল্লাশী করে চালকের সিটের পিছন থেকে ৩৯৭ বোতন ফেন্সিডিল উদ্ধার করে। পরে চালক হারুনের দেওয়া তথ্য মতে তিন বস্তা ভর্তি ফেন্সিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃত গাড়ী চালক হারুন আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে নাটোর সদর থানায় সোপর্দ করা হয় এবং গাড়ী জব্দ করে থানা হেফাজতে রাখা হয়।
এমএমআর/ফিরোজ আহমদে