সখীপুরে নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের শুভ উদ্বোধন

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত: ০৫:০০ পিএম, রোববার, ৪ নভেম্বর ২০১৮ | ৫৪২

টাঙ্গাইলের সখীপুরে যুগোপযোগি শিক্ষাদানের লক্ষ্যে নব সৃষ্টি শিক্ষা একাডেমিক স্কুলের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার যাদবপুর বেড়বাড়ী বাজার এলাকায় এ স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উপজেলা সহকারী কমিমশনার (ভূমি) আয়শা জান্নাত তাহেরা এ স্কুলের উদ্বোধন করেন। স্কুলের সভাপতি নাকশালা জমির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সহিদুল ইসলামের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী সরকার রাখী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফিরোজা আক্তার, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান কেবিএম রুহুল আমীন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার বজলুর রহমান বাবুল, একটি বাড়ি একটি খামারের সমন্বয়ক হাসিনা আক্তার, স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক বিশিষ্ট সাংবাদিক ইউসিসিএ লিঃ ভাইস চেয়ারম্যান এম সাইফুল ইসলাম শাফলু, বেড়বাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম, বেড়বাড়ী খন্দকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নবাব আলী শিকদার, যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হাসান, দক্ষিণ সখীপুর কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান ভূইয়া, ইউরেকা শিক্ষা পরিবারের পরিচালক খান মোহাম্মদ মনির, সান একাডেমিক স্কুলের সভাপতি তোফাজ্জল হোসেন রানা, বেড়বাড়ী বাজার বণিক সমিতির সভাপতি আনিসুর রহমান, সাধারণ সম্পাদক জুয়েল শিকদার, যুবলীগ নেতা আবদুর রাজ্জাকসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,সহকারী শিক্ষক -শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে সন্ধ্যায় বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পীবৃন্দের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।