ছানোয়ার হোসেন এমপি

বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২০ এএম, রোববার, ৪ নভেম্বর ২০১৮ | ৪৫৫

বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও টাঙ্গাইল সদর-৫ আসনের স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন বলেছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহায়তা করুন, শেখ হাসিনা সমস্ত বাধা অতিক্রম করে একের পর এক উন্নয়ন কাজ করে যাচ্ছেন।

গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।তাই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়ে আবার আ’লীগ সরকারকে ক্ষমতায় আনতে হবে।

আমাদের বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের আদর্শকে বুকে ধরে লালন-পালন করতে হবে। স্বাধীনতা বিরোধীরা দেশের উন্নয়ন কর্মকান্ডকে বাধাগ্রস্ত করে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে বিভিন্ন ভাবে ষড়যন্ত্র করছে। এসব ষড়যন্ত্র আপনাদের সতর্ক থেকে প্রতিবাদ করতে হবে।

শনিবার (০৩ নভেম্বর) রাতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার ২নং ওয়ার্ডের কেন্দ্র ভিত্তিক পরিচালনা গঠন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মেয়র জামিলুর রহমান মিরন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক আলমগীর, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সহ-সভাপতি পেয়ার আলী, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আলোকিতপ্রজন্ম.কম এর উপদেষ্টা এম,এ রৌফ, শহর আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি কাউন্সিলর মো.আলী সহ শহর আওয়ামীলীগ ও ওয়ার্ড আওয়ামীলীগের সকল নেত্ববৃন্দ।