খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২:০৮ পিএম, শুক্রবার, ২ নভেম্বর ২০১৮ | ৫৪৩

খাগড়াছড়ির দীঘিনালায় দুর্বৃত্তদের গুলিতে সুমন্ত চাকমা(৩২) নামে এক ইউপিডিএফ গণতান্ত্রিকের কর্মী নিহত হয়েছেন। শুক্রবার ভোর রাতে দীঘিনালার মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকায় এঘটনা ঘটে।

পুলিশ জানায়, মেরুং ইউনিয়নের মনের মানুষ এলাকায় সুমন্ত চাকমার বাড়িতে ঢুকে ঘুমন্তাবস্থায় সন্ত্রাসীরা তাকে গুলি করে পালিয়ে যায়। খবর পেয়ে যৌথবাহিনী ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

ইউপিডিএফ গণতান্ত্রিকের মুখপাত্র মিঠন চাকমা এঘটনার জন্য প্রতিপক্ষ ইউপিডিএফ প্রসিত গ্রুপকে দায়ী করেছে।

দীঘিনালা থানার ওসি উত্তম দেব জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এঘটনায় এখনও কোন অভিযোগ আসেনি।

জানা গেছে, নিহত সুমন্ত চাকমা ইউপিডিএফ গণতান্ত্রিকের যোগদানের আগে ইউপিডিএফ প্রসিত গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিলেন। দল ত্যাগ ও আধিপত্য বিস্তারের জেরে তাকে হত্যা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।