খালেদার মুক্তির দাবিতে বিএনপি'র অনশন


কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে ও নিঃশর্ত মুক্তির দাবিতে অনশন কর্মসূচী পালন করেছে ঠাকুরগাঁও জেলা বিএনপি।
বৃহস্পতিবার (১ নভেম্বর) দুপুর ১২টায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচী পালন করা হয়।
এতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেয়।
অনশন কর্মসূচিতে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান তৈমুর রহমান, উপজেলা বিএনপি-র সাংগঠনিক সম্পাদক আব্দুল হামিদ, মহিলা দলের ফরাতুন নেসা প্যারিস প্রমুখ।
এসময় বক্তারা বিএনপি’র চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
বক্তারা বলেন, খালেদা জিয়াকে মিথ্যা ও বানোয়াট মামলায় কারাগারে আটকিয়ে রাখা হয়েছে। নেত্রীর নি:শর্ত মুক্তি না দিলে সারাদেশে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।