আদালতের প্রবেশপথে বিএনপিপন্থি আইনজীবীদের তালা

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ০৮:৫৫ এএম, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮ | ৪৫৮
বুধবার (৩১ অক্টোবর) সকাল ৯ টার দিকে বেগম জিয়ার রায়ের প্রতিবাদে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবন থেকে আদালতে প্রবেশের দুটি পথে তালা দিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। 
 
এসময় বার সমিতি ভবনে বিক্ষোভ করেন আইনজীবীরা। বিএনপিপন্থি আইনজীবীরা আদালত বর্জনের ঘোষণা দিলেও সকাল নয়টা থেকে যথাসময়ে আপিল বিভাগের কার্যক্রম শুরু হয়েছে। তবে অন্য দিনের তুলনায় আদালতে আইনজীবীদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে।

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বেগম জিয়ার খালাসের আবেদন খারিজ করে দিয়ে সাজা বাড়ানোর প্রতিবাদে গতকাল আদালত বর্জনের কর্মসূচি ঘোষণা দেন বিএনপিপন্থি আইনজীবীরা। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত চলবে এ কর্মসূচি।