ছেলেকে দীর্ঘদিন কোকাকোলা খাওয়ানোর অপরাধে বাবার জেল

ফিচার ডেস্ক
প্রকাশিত: ০৬:০৪ পিএম, রোববার, ২৮ অক্টোবর ২০১৮ | ৫৪০

বাজার চলতি সফট ড্রিঙ্কস মোটেও স্বাস্থ্যকর নয় ৷ একথা সকলেরই জানা ৷ কিন্তু, তাতে কী? স্বাস্থ্যকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রমমরিয়ে চলছে ব্যবসা ৷ কারণটা অবশ্যই গ্রাহকদের চাহিদা৷ পুষ্টিগুণ শূন্য এই ধরণের সফ্ট ড্রিঙ্কগুলিতে চিনি থাকে অতিরিক্ত পরিমানে ৷ যার ফলে ওজন বৃ্দ্ধি, ডায়াবেটিস, হার্ট অ্যার্টাকের মত রোগও দেখা দিতে পারে ৷ আর, এই সফট ড্রিঙ্ককে ঘিরেই সামনে এল এক অবাক করা ঘটনা ৷

দীর্ঘসময়ের জন্য নিজের দুই সন্তানকে শুধুমাত্র কোকাকোলা খাইয়ে রাখলেন ফ্রান্সের এক বাসিন্দা ৷ তবে, তার এই ক্রীতকার্যের ফল ভোগ করছে তার দুই শিশুপুত্র ৷ জানা গিয়েছে, মারাত্মক দাঁতের ক্ষয়জনিত অসুখে ভুগছে একজন ৷ অন্যজন কথা বলতে অক্ষম৷ কথায় আছে, যেমন কর্ম তেমন ফল ৷ আর, সেই প্রবাদ অনুযায়ীই ফল ভোগ করছেন সেই ব্যাক্তি ৷

শিশুদের আইনজীবী জানাচ্ছেন, দীর্ঘদিন কোকাকোলা খাওয়ানোর অপরাধে জেলের শাস্তি হয়েছে ওই ব্যাক্তির ৷ তথ্য জানাচ্ছে, ফ্রান্সের এই বাসিন্দা কোনভাবেই বুঝতে পারেননি ঘটনার গুরুত্বকে ৷ সমস্ত টাকা তিনি মদ্যপানের জন্য খরচ করতেন৷ আর, একারণেই অর্থাভাব দেখা দেয় তার পরিবারে ৷ ঠিক তখনই এমন কান্ড ঘটান মাদকাসক্ত ওই ব্যাক্তি৷

খাবার জন্য কোন কিছু অবশিষ্টাংশ না থাকায় শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস খাইয়ে বাঁচিয়ে রাখেন নিজের শিশুপুত্রদেরকে৷ সূ্ত্রের খবর, মদ্যপ অবস্থায় ওই ব্যাক্তি নিজের স্ত্রী এবং শিশুদের সামনে হিংস্র আচরণও করতেন৷ যার প্রভাব পড়ত শিশুমনে৷ দাঁতের ক্ষয়ের কারণে চিকিৎসা চলছে বড় ছেলেটির৷ দুইজনকেই এখন উপযুক্ত দেখাশুনা করা হচ্ছে৷

শুধু তাই নয়, শাকসজ্বি এবং প্রোটিন জাতীয় খাওবার দেওয়া হচ্ছে যথেষ্ট পরিমানে৷ সংবাদ মাধ্যমকে ডেপুটি পাবলিক প্রসিকিউটার জানাচ্ছেন, ‘তাদের ফ্ল্যাটে খাবার মত কিছুই ছিল না৷ ফ্রিজ নেই৷ মাদুরের উপরে শিশু দুটি ঘুমোত, চাদর ছাড়াই৷ এমনকি তাদের খেলার জন্য কোন খেলনাও পাওয়া যায়নি৷ তাদের বাবা কেক এবং কোক খাইয়ে তাদের প্রতিপালন করত৷’