বিজিবি ও চোরাচালন সদস্যদের মধ্যে সংঘর্ষে আহত ২

বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশিত: ০৩:৫০ পিএম, রোববার, ২৮ অক্টোবর ২০১৮ | ৫০৯

যশোরের নাভারন রেলস্টেশন এলাকায় বিজিবি ও চোরাচালন চক্রের সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছে। চোরাচালানীদের সাথে সংঘর্ষ চলাকালে নেয়ামুল হক (২৭) নামে এক বিজিবি সদস্য ও চোরাচালান চক্রের অঞ্জ্যাত এক সদস্য আহত হন। ঘটনার সময় বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড ফাকা গুলিবর্ষণ করলে চোরাচালান চক্রের সদস্যরা পালিয়ে যায়।

ঘটনাস্থল থেকে বিজিবি সদস্যরা বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জরদা ও আতশবাজি উদ্ধার করে। রবিবার (২৮ অক্টোবর) সকাল ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বিজিবির একটি টহল দল রবিবার সকালে নাভারন রেলস্টেশন এলাকায় চোরাচালানী পণ্য আটক করতে গেলে চোরাচালানীদের সঙ্গে তাদের সংর্ঘষ বাধে। একপর্যায়ে চোরাচালানকারীরা বিজিবিকে লক্ষ্য করে ইট ও পাথর নিক্ষেপ করে। পাথরের আঘাতে নেয়ামুল হক নামে বিজিবি’র এক সদস্য আহত হন। বিজিবির লাঠির আঘাতে সে সময় চোরাচালন চক্রের এক সদস্য আহত হন। তার পরিচয় এখনও জানা যায়নি।

বিজিবি ৪৯ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল আরিফুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি মামলা করা হবে।

এমএমআর/সাগর হোসেন