মির্জাপুরে এমপি একাব্বর হোসেনের উন্নয়ন চিত্রের বই প্রকাশ


নিজ নির্বাচনী এলাকার দশ বছরের উন্নয়ন চিত্র সম্বলিত বই প্রকাশ করে এলাকার সর্বত্র বিতরণের কাজ এগিয়ে চলছে টাঙ্গাইল-৭ মির্জাপুর এলাকায়। স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. একাব্বর হোসেনের উদ্যোগে এই বই প্রকাশ করা হয়েছে বলে জানা গেছে।
২০০৮ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পর সারা দেশের উন্নয়ন কজের সাথে মির্জাপুরেও এমপি একাব্বর হোসেনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কাজ শুরু হয়। এভাবে দশ বছরে মির্জাপুরের উন্নয়ন কাজ স্বাধীনতার পর প্রায় ৪০ বছরের উন্নয়নকে ছাড়িয়ে যায়। উন্নয়ন কাজ গুলোর মধ্যে আভান্তরীণ যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, কৃষি, বিদ্যুৎ সহ নানাবিদ উন্নয়ন।
ইতিমধ্যে এই দশ বছরের উন্নয়নের চিত্র এলাকার সর্বস্তরের জনসাধাণের কাছে পৌছে দিতে গুরুত্বপুর্ণ স্থানে বিলবোর্ড স্থাপন করে আলোচনায় এসেছেন এমপি একাব্বর হোসেন। তিনি তার উন্নয়ন বার্তা মানুষের ঘরে ঘরে পৌছে দিতে উন্নয়ন চিত্র সম্বলিত ১৬ পাতার একটি বই প্রকাশ করেছেন। এই বই আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন বাজার শিক্ষা প্রতিষ্ঠান এবং গুরুত্বপুর্ণ জনসমাগম এলাকায় বিতরণ করছে। উন্নয়ন চিত্রের এই বই ৫০ হাজার পিচ উপজেলার সর্বত্র বিতরণ করা হবে বলে জানা গেছে।
উপজেলা যবলীগের আহবায়ক শামীম আল মামুন বলেন উন্নয়নের ধারাবাহিকতায় মির্জাপুরের এমপি একাব্বর হোসনের মাধ্যমে এলাকায় যে উন্নয়ন হয়েছে তা জনসাধারণের কাছে পৌছে দিতে এই বইটি প্রকাশ করা হয়েছে।
মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদৎ হোসেন সুমন বলেন আলহাজ একাব্বর হোসেন এমপি গত দশ বছরে এলাকায় যে উন্নয়ন করেছেন তারই একটি বাস্তব চিত্র এই বইটি।
সংসদ সদস্য আলহাজ একাব্বর হোসেন বলেন একজন জন প্রতিনিধি হিসেবে এলাকার জনসাধারণের নিকট জবাবদিহিতা নিশ্চিত করতে এবং উন্নয়নের বার্তা সর্বত্র পৌছে দিতে এই বইটি প্রকাশ করা হয়েছে। এলাকার ৭০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে, আবার নির্বাচিত হতে পারলে বাকি ৩০শতাংশ কাজ সম্পন্ন করা হবে এই বার্তাটিও বইটির মাধ্যমে মানুষ জানতে পারবে বলে তিনি উল্লেখ করেন।