কপিল দেবের চরিত্রে অভিনয় করবেন রণবীর সিং


রণবীর সিং বর্তমানে ’৮৩ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছেন। ১৯৮৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ের ঘটনাকে কেন্দ্র করে ছবির পটভূমি গড়ে উঠেছে।
সংবাদ সংস্থা আইএএনএস-এর সাক্ষাৎকারে রণবীর জানান, “ভারতের ইতিহাসের এমন একটা উল্লেখযোগ্য ঘটনাকে কেন্দ্র করে তৈরি ছবিতে অভিনয় করতে পেরে দারুণ গর্ব বোধ হচ্ছে।“ ছবিতে বিখ্যাত ক্রিকেটার কপিল দেবের চরিত্রে রণবীর সিংকে অভিনয় করতে দেখা যাবে।
রণবীর আরও জানান, “এই ছবিটা ভারতের খেলার ইতিহাসের একটা গুরুত্বপূর্ণ অধ্যায়- ক্রিকেট বিশ্বকাপকে নিয়ে তৈরি। আমি কপিল দেবের চরিত্রে অভিনয় করেছি। এটা আমার অভিনীত প্রথম কোনও জীবনীমূলক ছবি যেখানে মানুষটি এখনও বেঁচে আছেন এবং দারুণ কাজ করে চলেছেন।”
বাজিরাও মস্তানি, গলিয়ো কি রাসলীলা রাম-লীলা, দিল ধড়কনে দো, পদ্মাবত প্রমুখ ছবিতে রণবীর তাঁর অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করেছেন এবং পরবর্তী ছবিতেও কোনও ব্যতিক্রম ঘটবে না তাঁর দৃঢ় বিশ্বাস।
ছবির প্রস্তুতি চলাকালীন প্রায়ই বিভিন্ন ছবি রণবীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছেন। গত সপ্তাহে লন্ডনের লর্ডসের মাঠ থেকে তিনি কয়েকটা ছবি শেয়ার করেন যেখানে সচিন তেন্ডুলকর এবং ’৮৩ ছবির পরিচালক কবির খানকে দেখা যায়।
কবির খান পরিচালিত ’৮৩ সম্ভবত ২০২০ সালের ১০ই এপ্রিল মুক্তি পাবে।
জোয়া আখতারের গাল্লি বয় ছবিতে এরপর রণবীর সিংকে আলিয়া ভাটের বিপরীতে দেখা যাবে। এছাড়াও সিম্বায় তাঁকে সারা আলি খানের বিপরীতে দেখা যাবে, যেখানে তিনি সংগ্রাম ভালেরাও নামক এক পুলিশের চরিত্রে অভিনয় করেছেন।