বনমন্ত্রীর সাথে চকরিয়া প্রেসক্লাবের মতবিনিময়


বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপির সাথে চকরিয়া প্রেসক্লাবের মতবিনিময় সভা ২৭অক্টোবর রাতে অনুষ্ঠিত হয়।
চকরিয়া -পেকুয়ার সাংসদ আলহাজ্ব মোহাং ইলিয়াছের উপস্থিতিতে বাসভবনে মতবিনিময় কালে চকরিয়া-পেকুয়ার সংসদ সদস্যের মনোনয়ন নিয়ে ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বধীন জোটের পক্ষে চকরিয়া-পেকুয়ার এ আসনটি জাতীয় পার্টির মোহাং ইলিয়াছ এমপি'র আসন।
জাতীয় পার্টি থেকে চকরিয়া-পেকুয়া আসনের মনোনয়ন নিশ্চিত করবেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও আমি। তিনি বলেন, আপনারা নিশ্চিন্তে লাঙ্গলের জন্য কাজ করুন। আগামী মাসের প্রথম সপ্তাহের দিকে প্রার্থী মনোনয়নের চুড়ান্ত ঘোষনা দেয়া হবে।
সংসদ নির্বাচনকে সামনে রেখে কতিপয় ব্যক্তি পেইজবুকে নিজেদের নাম ঘোষনা করে যাচ্ছেন, এ কথার জবাবে তিনি বলেন, ঐ সব চলমান পেইজ বুক স্ট্যাটাসে যা চলছে সব গুজব বলে মন্তব্য করেন।
চকরিয়া প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মনির আহমদের নেতৃত্বে প্রেসক্লাবের কার্যকরি সভাপতি সাংবাদিক রুস্তম গনি মাহমুদ, সাধারণ সম্পাদক সাংবাদিক জুনাইদ উদ্দিন,অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল হামিদ, সাংবাদিক শাহ আলম, সাংবাদিক জিয়াউল হক জিয়া এ সময় উপস্থিত ছিলেন।
সাংসদ মোহাং ইলিয়াছের উপস্থিতিতে বাসভবনে এ সময় চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মোহাং শিবলী নোমান, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বখতিয়ার উদ্দিন চৌধুরী, বনকর্মকর্তা কর্মচারী ছাড়া ও পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক সাংবাদিক দিদার সহ দুই শতাধিক নেতা কর্মি উপস্থিত ছিলেন।
এর আগে চকরিয়া প্রেসক্লাবের পক্ষ থেকে চকরিয়া প্রেসক্লাবের সভাপতি মনির আহমদের নেতৃত্বে প্রেসক্লাবের কার্যকরি সভাপতি রুস্তম গনি মাহমুদ, সাধারণ সম্পাদক জুনাইদ উদ্দিন, অর্থ সম্পাদক আব্দুল হামিদ, শাহ আলম, জিয়াউল হক জিয়া সহ সবাই
মন্ত্রীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।