পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী, বিকালে বরগুনায় জনসভা


২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পটুয়াখালীর পায়রায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পায়রার উন্নয়ন প্রকল্পের উদ্বোধন শেষে বিকালে বরগুনায় জনসমাবেশে যোগ দেবেন তিনি।
শনিবার (২৭ অক্টোবর) হেলিকপ্টারে করে তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে পটুয়াখালীর পায়রার উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী। বেলা ১১টার দিকে তিনি পায়রায় পৌঁছান। পায়রার বিদ্যুৎ প্রকল্পে কর্মরত বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের সহকারী ইঞ্জিনিয়ার সাফায়েত রহমান প্রধানমন্ত্রী পৌঁছার বিষয়টি নিশ্চিত করেছেন।
সেখানে তিনি নির্মানাধীন তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের জন্য নবনির্মিত ‘স্বপ্নের ঠিকানা’ নামে আবাসন পল্লী উদ্বোধনসহ পটুয়াখালীর বিভিন্ন এলাকায় ২১টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করবেন।
উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা গার্লস হোস্টেল ও শিক্ষা কাম-পরীক্ষা হল নির্মাণকাজ, হাজি আক্কেল আলী হাওলাদার কলেজে চারতলা শিক্ষা ভবনের নির্মাণ কাজ, ইসহাক মডেল ডিগ্রি কলেজ, কুয়াকাটা খানাবাদ কলেজ, মুক্তিযোদ্ধা স্মৃতি কলেজ, আলহাজ জালাল উদ্দিন কলেজ, সুবিদ খালী ডিগ্রি কলেজ ও দুমকি জনতা ডিগ্রি কলেজ, চারতলা শিক্ষা ভবন নির্মাণকাজ, দুমকি উপজেলার শতভাগ বিদ্যুতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ স্টেশন, পায়রাবন্দর শেখ হাসিনা সড়ক এবং পায়রাবন্দর সার্ভিস জেটি, মসজিদ, অফিসার গেস্ট হাউস ও স্টাফ ডমেটরি।
এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিছু উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেগুলো হচ্ছে- পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা বিজ্ঞান ভবন, শ্রীমান্ত নদীতে ৯৬ মিটার সেতু, পটুয়াখালী জেলার কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (তৃতীয় পর্ব) প্রকল্পের আওতায় দুটি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং পায়রাবন্দর প্রকল্পের জন্য ক্ষতিগ্রস্ত লোকদের পুনর্বাসন এলাকার ভিত্তিপ্রস্তর স্থাপন।
এরপর উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও এক জনসমাবেশে ভাষণ দেওয়ার উদ্দেশে বরগুনা যাবেন প্রধানমন্ত্রী।
বরগুনার উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে- বরগুনা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা ও বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশন, জেলা গ্রন্থাগার, জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক, আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের চতুর্থ তলা অ্যাকাডেমিক ভবন কাম-ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র নির্মাণসহ সর্বমোট ২১টি উন্নয়ন প্রকল্প।
বিকাল ৩টায় বরগুনার তালতলী উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন শেখ হাসিনা।
প্রসঙ্গত, সর্বশেষ ২০১৩ সালের নভেম্বরের ১৯ তারিখে বরগুনার তালতলীর একই স্কুল মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে উন্নয়ন প্রকল্প উদ্বোধনসহ জনসভায় ভাষণ দিতে যাচ্ছেন শেখ হাসিনা