আনুষ্ঠানিকভাবে কুকিছড়ায় বৌদ্ধ মন্দির পুণঃনির্মাণ কাজ শুরু

খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৬ পিএম, শনিবার, ২৭ অক্টোবর ২০১৮ | ৪৮২

যথাযথ ধর্মীয় রীতি ও ভাবগাম্ভির্যের মাধ্যমে গুইমারা উপজেলার কুকিছড়ায় অবৈধভাবে স্থাপিত ও পরে দূবৃত্ত কর্তৃক ভেঙে ফেলা জেতবন বৌদ্ধ বিহার ও মূর্তি পুণঃনির্মাণের লক্ষ্যে ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে মন্দিরটি স্থায়ীত্ব ও বৈধতা পেলো।

সকালে ২নং হাফছড়ি ইউপির কুকিছড়ায় অবৈধভাবে নির্মিত ও পরে দূবৃত্ত কর্তৃক ভেঙে ফেলা জেতবন বৌদ্ধ বিহারটি পুণঃনির্মাণের লক্ষ্যে কুকিছড়া এলাকাবাসী ও বৌদ্ধ ধর্মীয় জ্যেষ্ঠ ভান্তের সাথে নিয়ে প্রশাসনের কর্মকর্তা ও সেনা অফিসার কর্তৃক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

এসময় মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে: কর্ণেল নওরোজ নিকোশিয়ার, গুইমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা পঙ্কজ বড়ুয়া, গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: গিয়াস উদ্দিন, হাফছড়ি ইউপি চেয়ারম্যান চাইথোয়াই মারমা, ভিক্ষু জ্যাতিসারা সহ গ্রামবাসীরা উপস্থিত ছিলেন।

এর আগে বিহারটি পৃণঃনির্মাণ করে দেওয়া হবে প্রশাসনের এমন প্রতিশ্রুতি অনুযায়ী বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নির্মাণের প্রয়োজনীয় সামগ্রী ইট বালু, টিন, কাঠ পরিত্যাক্ত সেনা ক্যাম্প এলাকায় পৌঁছে দেওয়া হয়েছে।