ট্রাকের ধাক্কায় ২ যাত্রী নিহত আহত ৭


টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে যাত্রীবাহি বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ৭ যাত্রী হয়েছেন। আহতদের উদ্ধার করে উপজেলাস্থ জামুর্কী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার রাত তিনটার দিকে মহাসড়কের মির্জাপুর উপজেলার ধল্যা সাদিয়া টেক্সটাইল মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নওগাঁ জেলার ধামুরহাট উপজেলার জগরনগর গ্রামের নুরুজ্জামানের ছেলে পলাশ (১৭) জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলার মহববতপুর অমলের ছেলে গোপাল (২১)।
পুলিশ জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা জয়পুরহাট গামী এসআই ট্রাভেলস (ঢাকা মেট্রো ব ১৪-৭০৯১) একটি যাত্রীবাহি বাস মহাসড়কের ওইস্থানে পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে বাসের একপাশে থাকা যাত্রীরা হতাহত হন।
ট্রাকটি পালিয়ে গেছে। দুর্ঘটনার কাছাকাছি মির্জাপুর থানা পুলিশের টহল পুলিশ ঘটনাস্থলে পৌছে উদ্ধার শুরু করে। পরে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌছে হতাহতদের হাসপাতালে নিয়ে যায়।
এ ব্যাপারে মির্জাপুর থানা উপ পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ঘটনার সতত্য স্বীকার করে বলেন, নিহতদের লাশ হাইওয়ে থানায় রাখা আছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে