চকরিয়া ডুলাহাজারায় জাতীয় নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন

এম,জুনাইদ উদ্দীন, (চকরিয়া) কক্সবাজার
প্রকাশিত: ০২:২৮ পিএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৩১৫
আজ ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’। নিরাপদ সড়ক চাই (নিসচা) দীর্ঘ ২৫ বছর ধরে সড়ককে নিরাপদ করার লক্ষ্যে আন্দোলন করে আসছে। সড়ককে নিরাপদ করার আন্দোলনে প্রতি বছর ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়।
 
এরই ধারাবাহিকতায় আজ ২২ অক্টোবর' ১৮ইং কক্সবাজার জেলার ডুলাহাজারা ইউনিয়ন শাখায় প্রতিষ্ঠাতা সভাপতি এম, গিয়াসউদ্দিন গাজীর সভাপতিত্বে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপন করা হয়।
 
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৮ ডুলাহাজারা ইউনিয়ন শাখা কতৃক আয়োজিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডূলাহাজারা ডিগ্রী কলেজের অধ্যাক্ষ আলহাজ ফরিদ উদ্দিন চৌধুরী। 
 
বিশেষ অতিথি হিসেেব উপস্থিত ছিলেন, ডূলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ নুরুল আমীন, মালুমঘাট হাই ওয়ে পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলমগীর হোসাইন, ডুলাহাজারা উচচ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক জামাল উদ্দিন, বগাচতর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ আব্দু শুক্কুর, ৫ নং ওয়ার্ড মেম্বার  মো নুরুল আবছার ৭ ওয়ার্ড মেম্বার মো সোলাইমান, নিচসা সাধারন সম্পাদক নুরুল উদ্দিন জাহিদ, সাংবাদিক মো নিজাম উদ্দিন ইনানী, অনুষ্ঠান পরিচালনা করেন মোঃ শফিকুল ইসলাম।
 
জাতীয় নিরাপদ সড়ক চাই দিবসে বক্তরা বলেন, ২৫ বছর আগে চট্টগ্রামের অদূরে চন্দনাইশে বান্দরবানে স্বামী ইলিয়াস কাঞ্চনের কাছে যাবার পথে মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জাহানারা কাঞ্চন নিহত হন। রেখে যান অবুঝ দুটি শিশু সন্তান জয় ও ইমাকে। ইলিয়াস কাঞ্চন সে সময় সিনেমার শুটিংয়ে বান্দরবান অবস্থান করছিলেন। স্ত্রীর অকাল মৃত্যুতে দু’টি অবুঝ সন্তানকে বুকে নিয়ে শোককে শক্তিতে রূপান্তরিত করে ইলিয়াস কাঞ্চন নেমে আসেন পথে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়- এই শ্লোগান নিয়ে গড়ে তুলেন একটি সামাজিক আন্দোলন ‘নিরাপদ সড়ক চাই (নিসচা)’।
 
আজ ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস এবং মরহুমা জাহানারা কাঞ্চনের ২৫তম মৃত্যুবার্ষিকী, যার অকাল মৃত্যুতে সড়ককে নিরাপদ করার এই সামাজিক আন্দোলনের জন্ম।
 
উল্লেখ্য, সরকার ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে গত ৫ জুন ২০১৭ মন্ত্রী পরিষদের সভায় সর্বসম্মতিক্রমে স্বীকৃতি দিয়েছেন। এবছর ২য় বারের মতো দেশব্যাপী সরকারীভাবে ২২ অক্টোবর ’জাতীয় নিরাপদ সড়ক দিবস’ হিসেবে পালিত হবে।