ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের পদত্যাগের নির্দেশ: অ্যাটর্নি জেনারেল

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১২:৫৬ এএম, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯ | ৭০৩

২০১৭ সালের আগে নিয়োগ পাওয়া সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

বৃহস্পতিবার (২৭ জুন) তিনি এই নির্দেশ দেন। এরইমধ্যে কয়েকজন পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।

এর আগে বুধবার দুপুরে বিচার প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউটে লিগ্যাল এইডের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ডেপুটি অ্যাটর্নি জেনারেলদের সম্পর্কে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, নতুন নিয়োগ হোক আর পুরান যারা আছে তারা থাকুক, কিন্তু নিয়োগ প্রক্রিয়া নতুন করে দেয়া হবে। ২০১৭ সালের আগে যারা ডেপুটি ও সহকারী আটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন তাদের পদত্যাগ করতে হবে।

মন্ত্রী আরও বলেন, তাদের পদত্যাগের বিষয়টি চিঠির মাধ্যমে জানিয়েছি অ্যাটর্নি জেনারেলকে। তিনি নিশ্চয়ই পদক্ষেপ নিচ্ছেন।

তবে গতকাল পর্যন্ত কারও পদত্যাগপত্র না পাওয়ার কথা জানিয়েছিলেন আনিসুল হক।