চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ নিহত ৩

আলোকিতপ্রজন্ম ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ এএম, সোমবার, ২২ অক্টোবর ২০১৮ | ৪৫২

চাঁদপুরে হাজীগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশায় থাকা বাবা ও ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

সোমাবার (২২ অক্টোবর) ভোরে উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের বাকিলা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন শাহারাস্তি উপজেলার উয়ারুক গ্রামের পাটোয়ারি বাড়ির এলেন (৪৮), ছেলে এমরান (২৫) ও সুরসই গ্রামের আবু সুফিয়ান (৩৫)।

হাজীগঞ্জে থানার ওসি আলমগীর হোসেন রনি জানান, ভোরে একটি সিএনজিচালিত অটোরিকশায় পাঁচজন উয়ারুক থেকে চাঁদপুর যাচ্ছিলেন। এ সময় হঠাৎ চাঁদপুরের দিক থেকে আসা একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপ দেয়। এতে ঘটনাস্থলেই বাবা ও ছেলেসহ তিনজন নিহত হন।

চালকসহ দুজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। ঘাতক ট্রাকটি আটক করা যায়নি বলে জানান ওসি।