আইয়ুব বাচ্চুকে শেষবারের মত দেখতে ভক্তদের ভিড়

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০২:৩০ পিএম, শনিবার, ২০ অক্টোবর ২০১৮ | ৪৩৪

কিংবদন্তি সংগীতশিল্পী আইয়ুব বাচ্চুর মরদেহ নেয়া হয়েছে নানার বাড়ি চট্টগ্রাম নগরীর মাদার বাড়িতে। প্রিয় শিল্পীকে শেষবারের মত দেখতে ভিড় করছেন ভক্তরা।

দুইটার পর চট্টগ্রামের জমিয়াতুল ফালাহ মসজিদে নেয়া হবে তাঁর মরদেহ। ৩টা থেকে ৪টা পর্যন্ত মরদেহ রাখা হবে শ্রদ্ধা জানানোর জন্য। বাদ আসর হবে তাঁর নামজে জানাজা। এরপর নগরীর চৈতন্যগলি কবরস্থানে মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি। জানাজা, দাফনসহ পুরো কার্যক্রম তত্ত্বাবধান করছে চট্টগ্রাম সিটি করপোরেশন।

এর আগে, বেলা ১১টার দিকে ঢাকা থেকে তাকে বহনকারী ফ্লাইটটি চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাঁর মরদেহ গ্রহণ করেন সিটি মেয়র আ জ ম নাসির উদ্দিন।